

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত সাগরে নতুন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।
এই তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডিতে পোস্টের মাধ্যমে জানান, নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে না।
এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
অন্যদিকে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে এক-দুদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে।
মন্তব্য করুন
