

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের এবারের আসর। প্রতিযোগিতা শুরুর খুব অল্প সময় বাকী থাকতে থাকতেই বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঘোষণা করেছে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড। ইতোমধ্যে বিভিন্ন দেশের দল বাংলাদেশে এসে পৌঁছেছে।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সাধারণত দল ঘোষণার অনুষ্ঠানেই অধিনায়ক ও কোচ উপস্থিত থাকেন। তবে এবার সেই চিত্র দেখা যায়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্প চলায় অধিনায়ক ও কোচকে সংবাদ সম্মেলনে আনা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ১৪টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ১১টি দল প্রতিযোগিতায় খেলবে। এ বিষয়ে সাধারণ সম্পাদক জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আগে ১৪টি দল নিশ্চিত করে এবং পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাইয়ে রাখে। কিন্তু চূড়ান্তভাবে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা বিশ্বকাপে আসছে না। তাদের জায়গায় স্ট্যান্ডবাই থাকা পোল্যান্ড সুযোগ পেলেও পাকিস্তান আসছে না। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ অংশগ্রহণকারী দলগুলোর আবাসন ও যাতায়াতের দায়িত্ব পালন করবে। দলগুলোর আগমন ও অংশগ্রহণ সম্পূর্ণই আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন পরিচালনা করছে।
বাংলাদেশের চূড়ান্ত দলঃ শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।
কোচ- শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান।
মন্তব্য করুন
