রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবির সেই পরিচালককে শোকজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম
expand
তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বিসিবি।

এ ঘটনায় মন্তব্যের ব্যাখ্যা দিতে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর (নোটিশ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য জানান।

বিসিবি সভাপতি বলেন, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্যটি করেছেন এবং বোর্ডের পক্ষ থেকে তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় দলের একজন অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, তিনি যেভাবে দেশের হয়ে পারফর্ম করেছেন-সেই জায়গা থেকে এমন মন্তব্য লেখার আগে আরো ভেবে দেখা উচিত ছিল। সম্মান দেখানোটা জরুরি।

কারণ দর্শানোর নোটিশটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে কি না-এমন প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল বলেন, যেহেতু নাজমুল ইসলাম নিজেও বিসিবির পরিচালক, তাই বিষয়টি বোর্ড সভায় আলোচনা হবে। আগামী ২৪ তারিখ আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা। সেখানে খোলামেলা আলোচনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X