বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তামিমের পাশে ইশরাকের উপস্থিতি, বিস্মিত উপদেষ্টা আসিফ মাহমুদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
তামিম ইকবালের পাশে দেখা গেল চেনা রাজনৈতিক মুখ ইশরাক হোসেন
expand
তামিম ইকবালের পাশে দেখা গেল চেনা রাজনৈতিক মুখ ইশরাক হোসেন

দেশের ক্রিকেটে যেন ক্রমশই জমে উঠছে এক নতুন রাজনৈতিক নাট্যকথা।

বিসিবির নির্বাচনী লড়াইয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, ঠিক তখনই তামিম ইকবালের পাশে দেখা গেল চেনা রাজনৈতিক মুখ বিএনপি নেতা ইশরাক হোসেনকে।

বিএনপির এই তরুণ রাজনীতিকের উপস্থিতি বিসিবির নির্বাচনকে ঘিরে নতুন প্রশ্নেরও জন্ম দিচ্ছে।

নেটিজেনদের একাংশের মন্তব্য, এটি কেবল নির্বাচন নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা?

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার বিসিবির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাকে জায়গা দিতে গিয়ে তার আপন চাচা আকরাম খান এবার নির্বাচন করছেন না। এরই মধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেনও আকরাম।

এদিকে নির্বাচনকে ঘিরে শুরু থেকেই স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবি জানিয়ে আসছেন তামিম।

তার অভিযোগ, আমিনুল ইসলাম বুলবুলকে বিজয়ী করতে সক্রিয়ভাবে কাজ করছে প্রভাবশালী একটি মহল।

যদিও সরাসরি কারোর নাম উল্লেখ করেননি তামিম, কিন্তু তার বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে স্পষ্টতই ইঙ্গিত।

স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেছিলেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’

অন্যদিকে, তামিমের পাশে ইশরাকের উপস্থিতি দেখে রীতিমতো হতবাক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

দেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশনে আসিফ স্পষ্ট করেছেন নিজের জায়গাও। তার দাবি, সরকার হস্তক্ষেপ করছে না বরং রুটিন কাজ করছে।

আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলেন, তাহলে... এখানে বুঝতে হবে সরকারের কতটুকু এখতিয়ার আছে।

এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।

সেটা হলে প্রয়োজনে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকে বলতে পারেন।’

ক্রিকেট যেন রাজনৈতিক শক্তির হাতিয়ার হয়ে না ওঠে—এমন শঙ্কাও প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা।

আসিফের ভাষ্যমতে, তামিমের (ভাই) পক্ষে অপহরণ করা, বুলবুলকে (ভাই) প্রেসিডেন্ট না হতে ফোন করার ব্যাপার দৃষ্টিকটু। আমি তামিমের (ভাই) ফ্যান, কিন্তু তাকে সামনে রেখে একটা দল এসব করছে।

এই প্রেক্ষাপটে বিসিবির নির্বাচন ঘিরে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হচ্ছে। তবে ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করছেন, রাজনৈতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে দেশীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ নির্বাচনই হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন