

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগেভাগেই উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল। ম্যাচের শুরু ঘন্টা তিনেক আগে থেকেই গ্যালারিতে দর্শকরা উপস্থিত হতে থাকেন। তবে খেলা শুরু হওয়ার পরও কিছু সিট ফাঁকা ছিল। এদিকে, স্বাগতিক ভক্তরা ভারতীয় দলের উদ্দেশ্যে 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' স্লোগান দিচ্ছেন।
বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ শুরু হলেও, এক ঘণ্টা আগে রাত ৭টায় দর্শকদের প্রবেশাধিকার বন্ধ হওয়ার কথা ছিল। তবুও অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা গেছে। গেটের কর্মীরা জানান, সীমিত সংখ্যক দর্শকই ঢুকতে পারছেন, আর বাকিরা বিভিন্ন গেটের সামনে ভিড় করছেন।
প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও ক্রীড়া ময়দানে উত্তেজনা সবসময়ই থাকে। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়েছে। দর্শকদের স্লোগানেও সেই প্রভাব দেখা যায়। ম্যাচের আগে হামজা ও সামিতের নামে তারা স্লোগান দিলেও, বল মাঠে গড়ানোর সময় ভারতীয় দলের বিরুদ্ধে 'আল্লাহু আকবার' ও 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' স্লোগান উচ্চারণ করতে দেখা যায়।
সমর্থকদের উত্তেজনা আরও বাড়ে মোরসালিনের গোলের সঙ্গে। ১২তম মিনিটে রাকিবকে বল পাস করেন তরুণ ফরোয়ার্ড। বক্সে ফিরে আসা বলটি আলতো টোকায় জালে জড়িয়ে মোরসালিন খেলার দিকে এগিয়ে যান। এই বাধভাঙা গোলে পুরো স্টেডিয়াম উচ্ছ্বাসে মেতে ওঠে। ভারতীয় গোলরক্ষক যথেষ্ট চেষ্টা করলেও গোল ঠেকানো সম্ভব হয়নি।
মন্তব্য করুন
