

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে আটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকার পথে রওনা হয়েছেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।
গত ৮ সেপ্টেম্বর নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের আন্দোলন শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সহিংসতায় রূপ নেয়। এর পরদিন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলেও বিক্ষোভ থেমে যায়নি। আগুন, ভাঙচুর ও অস্থিরতার কারণে ত্রিভুবন বিমানবন্দর পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় বাংলাদেশ-নেপালের নির্ধারিত ম্যাচগুলো বাতিল হয়। ফুটবলাররা কোচিং স্টাফ ও সাংবাদিকদের সঙ্গে হোটেলেই আটকে ছিলেন কয়েকদিন। আজ সকালে তারা ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছান এবং বিশেষ ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ দলের পাশাপাশি ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও একই ফ্লাইটে ফিরছেন। এভাবে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান ঘটল।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    