

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা আট ম্যাচ ধরে গোল না খাওয়ার রেকর্ডে থাকা আর্সেনালের জালে অবশেষে বল জড়ালো সান্ডারল্যান্ড।
শনিবার (৮ নভেম্বর) রাতে স্টেডিয়াম অব লাইটে আয়োজিত প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে মিকেল আর্তেতার দল। বল দখল ও পাসে স্পষ্ট আধিপত্য দেখায় গানাররা। তবে ২৫তম মিনিটে বিপরীতে গিয়ে গোল খায় তারা।
সান্ডারল্যান্ডের বালার্ড বক্সের বাইরে থেকে নেওয়া ডান-পায়ের জোরালো শটে গোলপোস্ট খুঁজে পান, এগিয়ে যায় স্বাগতিকরা।
গোল হজমের পর আরও চাপে খেলে আর্সেনাল। একের পর এক আক্রমণে ভেঙে ফেলার চেষ্টা করে সান্ডারল্যান্ডের ডিফেন্স। প্রথমার্ধে সমতা না পেলেও বিরতির পর বদলে যায় খেলার চিত্র।
৫৪তম মিনিটে বুকায়ো সাকার নিখুঁত ফিনিশে সমতায় ফেরে আর্সেনাল। সেই গোলের পর আত্মবিশ্বাস ফিরে পেয়ে আরও দ্রুতগতিতে খেলতে থাকে অতিথিরা।
৬৭তম মিনিটে জুবিমেন্দির সুনির্দিষ্ট পাস পেয়ে গোলমুখে জোরালো শটে বল জালে পাঠান লিয়ান্দ্রো ত্রোসার্দ স্কোরলাইন তখন ২-১।
শেষ দিকে আবারও জেগে ওঠে সান্ডারল্যান্ড। একের পর এক পাল্টা আক্রমণে ব্যস্ত রাখে আর্সেনালের ডিফেন্সকে। অবশেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমৎকার এক অ্যাক্রোবেটিক ভলিতে দলকে সমতায় ফেরান ব্রবি।
শেষ বাঁশি বাজতেই ২-২ গোলের ড্রয়ে থামে ম্যাচ। এ ফলাফলে টানা জয় থামলেও আর্সেনাল ধরে রাখে লিগ টেবিলের শীর্ষস্থান। অন্যদিকে, দুর্দান্ত লড়াইয়ের পর এক পয়েন্ট পেয়ে খুশিই সান্ডারল্যান্ড শিবির।
মন্তব্য করুন
