শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে আসছেন মেসি, খেলবেন ক্রিকেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি
expand
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি চলতি বছরের ডিসেম্বরে ভারতে আসছেন। কদিন আগেই দেশটির গণমাধ্যম এ আভাস দিয়েছিল, এবার মেসি নিজেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ ১৪ বছর পর ফের ভারত সফরে আসছেন।

মেসি তার ফেসবুক পেজে লিখেছেন, “আমি সত্যিই আনন্দিত যে আগামী ডিসেম্বরে ভারতের মতো সুন্দর দেশে যেতে পারব। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, একটি প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া আমার জন্য আনন্দের হবে।”

তিনি জানান, এসব আয়োজন অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই, দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরের ঐতিহাসিক স্টেডিয়ামে। ইভেন্টের টিকিট শুধুমাত্র District অ্যাপে পাওয়া যাবে। এছাড়া ভারতের বড় তারকা ও শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গেও দেখা হবে।

আগস্টে প্রকাশিত খবর অনুযায়ী, মেসি আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারতের তিনটি শহরে সফর করবেন। সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ একটি ক্রিকেট ম্যাচে অংশ নেবেন, যেখানে প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেটাররা।

ফুটবল জাদুকরকে এবার ক্রিকেট ব্যাট হাতে দেখতে পাবেন ভক্তরা। ম্যাচটি হতে পারে ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে দেশটির নামী ক্রিকেটারদের সঙ্গে মেসি মাঠ ভাগ করে নেবেন।

মেসির আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য হবে কলকাতা, যেখানে ইডেন গার্ডেন্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে সংবর্ধনা দেবেন। এছাড়া কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক।

কলকাতায় মেসির সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “গোট কাপ”। এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন