সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ এল ক্ল্যাসিকো: প্রতিশোধের আগুনে রিয়াল, এমবাপ্পেকে নিয়ে ঝুঁকি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
এল ক্লাসিকো আজ
expand
এল ক্লাসিকো আজ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এল ক্ল্যাসিকো।

প্রতিশোধের তাড়নায় রিয়াল এতটাই মরিয়া যে হাঁটুর চোট পুরোপুরি না সারলেও কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামানোর কথা ভাবছে তারা।

গত মৌসুমে বার্সার কাছে চারবার হেরেছিল রিয়াল, যার একটি ছিল সুপার কাপের ফাইনাল। সেই হতাশা ভুলতে এবার জয় ছাড়া কিছু ভাবছে না মাদ্রিদ শিবির। গোলরক্ষক থিবু কর্তুয়া স্পষ্ট করে বলেছেন, প্রতিশোধ নিতেই তারা মাঠে নামবে।

বার্সেলোনা ফাইনালে এসেছে দুর্দান্ত ফর্মে, সেমিতে বিলবাওকে ৫–০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে রিয়ালকে অ্যাতলেটিকোকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে। এমবাপ্পের খেলা নিয়ে ঝুঁকি নিতে রাজি হলেও কোচ জাবি আলোনসো সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন। আর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, এমবাপ্পে নয়—তারা প্রস্তুত পুরো রিয়ালের বিপক্ষেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X