

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রুদ্ধশ্বাস একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
১১ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচে শেষ পর্যন্ত উত্তেজনা বজায় থাকলেও স্বাগতিক দলই হাসি হাসে জয়ের।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে। ইনিংসের শুরুটা বেশ নড়বড়ে ছিল সাইম আইয়ুব ৬ রান, মোহাম্মদ রিজওয়ান ৫ রান এবং বাবর আজম মাত্র ২৯ রানে আউট হন। এরপর ফখর জামান ৩২ রান করে দলকে কিছুটা স্থিতি দিলেও পাকিস্তান ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে।
পঞ্চম উইকেটে সালমান আগা ও হুসাইন তালাতের জুটি ১৩৮ রান যোগ করে দলের সংগ্রহ বড় আকারে পৌঁছে দেয়। তালাত ৬৩ বলে ৬২ রান করে ফেরেন, আর আগা ৮৭ বলে অপরাজিত ১০৫ রান করে ইনিংসকে শক্ত ভিত্তিতে পৌঁছে দেন। শেষে মোহাম্মদ নেওয়াজ ২৩ বলে ৩৬ রানের দ্রুত ইনিংস খেলে দলকে তিনশোর কাছাকাছি নিয়ে যান।
শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে দ্রুত সূচনা পায়। কামিল মিশরা ও পাথুম নিশাঙ্কার উদ্বোধনী জুটি ৭০ বলে ৮৫ রান যোগ করে। তবে হারিস রউফ এক ওভারেই জোড়া উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান। মিশরা (৩৮) আউট হওয়ার পর কুশল মেন্ডিসও ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে লঙ্কান ব্যাটাররা উইকেট হারাতে থাকে।
লোয়ার অর্ডারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫২ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেললেও নাসিম শাহর বলে লং অনে ক্যাচ হয়ে ফেরেন। তার বিদায়ের পর শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন ভেঙে পড়ে এবং দল ২৯৩ রানে ইনিংস শেষ করে।
পাকিস্তানের পক্ষে হারিস রউফ নেন ৪ উইকেট, নাসিম শাহ ও ফাহিম আশরাফ নেন দুটি করে। শেষ ওভারে শ্রীলঙ্কার কিছুটা আশা থাকলেও হুসাইন তালাতের নিয়ন্ত্রিত বোলিং শেষ পর্যন্ত পাকিস্তানের জয় নিশ্চিত করে।
মন্তব্য করুন
