

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে দ্রুত গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে সেশন শেষ করেছে টাইগাররা
দিনের শুরুতে স্বাগতিক বোলারদের সামনে বেশি সময় টিকতে পারেনি আইরিশরা। সকালে মাত্র ২.২ ওভার খেলেই ১৬ রান যোগ করে অলআউট হয় তারা। ফলে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের সংগ্রহ।
জবাবে ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় শুরু থেকেই দেখিয়েছেন দারুণ নিয়ন্ত্রণ। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে তারা লাঞ্চের আগ পর্যন্ত তুলে ফেলেছেন ১০৯ রান। সাদমান ৫৮ এবং জয় ৫০ রানে অপরাজিত থেকে বিরতিতে যান।
২৪ ওভারে ৪.৫৪ গড়ে রান তুলে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। যদিও এখনো প্রথম ইনিংসে ১৭৭ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল, তবে শুরুর এই ব্যাটিং আত্মবিশ্বাস জাগিয়েছে টিম ম্যানেজমেন্টে।
এর আগে আয়ারল্যান্ডের হয়ে পল স্টার্লিং করেন ৬০ এবং নবাগত ক্যাড কারমাইকেল খেলেন ৫৯ রানের ইনিংস। কিন্তু সেই জবাবে বাংলাদেশের ওপেনাররা দারুণ ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।
মন্তব্য করুন
