শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
expand
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সময়মতো দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার ভারত সফরের অনুমতি না দেওয়ায় বিশ্বকাপে অংশ নিতে পারেনি জাতীয় দল।

ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভূক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।

এদিকে বিসিবি যেমন আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে দল ঘোষণা করেছিল, ঠিক তেমনি বিশ্বকাপ কাভারের জন্য সময়মতো আইসিসির কাছে এক্রিডিটেশনের আবেদন করেছিলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। কিন্তু ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরের জন্য কোনো বাংলাদেশি সাংবাদিককেই স্বীকৃতিপত্র দেয়নি আইসিসি।

সোমবার ই-মেইলের মাধ্যমে আইসিসি সংশ্লিষ্ট সাংবাদিকদের বিষয়টি জানায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় দেশটির সাংবাদিকদের মাঠে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে যুব ও

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X