শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে গুঁড়িয়ে দেওয়া কে এই আল ফাহাদ?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
আইসিসি অ-১৯ বিশ্বকাপে আজ দারুণ এক দিন কাটালেন আল ফাহাদ
expand
আইসিসি অ-১৯ বিশ্বকাপে আজ দারুণ এক দিন কাটালেন আল ফাহাদ

আইসিসি অ-১৯ বিশ্বকাপে আজ দারুণ এক দিন কাটালেন আল ফাহাদ। ৫ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন তিনি। যুব ক্রিকেটে নিজের নামটা জোরালোভাবে জানান দিলেন এই তরুণ পেসার।

মিচেল স্টার্ককে আদর্শ মানেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। মিচেল স্টার্ক সদ্যসমাপ্ত অ্যাশেজে শুরুর ওভারে উইকেট পাওয়া, শুরুতেই ইংলিশদের ভড়কে দেওয়াটাকে অভ্যাসে পরিণত করেছিলেন রীতিমতো।

তার মতো না হলেও ভারতকে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন স্টার্ককে আইডল মানা এই ফাহাদ। ম্যাচের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারেই আয়ুশ মাহাত্রে আর বেদান্ত ত্রিবেদীকে ফিরিয়ে দিয়েছিলেন, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

ইনিংসের শেষ ভাগে ভারত যখন নিদেনপক্ষে ২৫০ রানের জন্য খেলছিল, তখন তিনি নেন আরও ৩ উইকেট। পাঁচ উইকেট তুলে নিয়ে তিনি পুরো ম্যাচের চিত্রটাই বদলে দেন।

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ তার আরেক আইডল। চোটের সঙ্গে সখ্যতা তার কম নয়, ফাহাদেরও ঠিক তাই। ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি যুব ক্রিকেট লিগ, যার ফলে এক পর্যায়ে তিনি ক্রিকেটটাই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার পাশে ছিল তার, অনুপ্রেরণা দিয়েছেন কোচরাও। যার ফলে আবারও ক্রিকেটে ফেরেন তিনি।

সেই চোট আজও তাকে চোখরাঙানি দিচ্ছিল। ম্যাচের ৩৯তম ওভারে ৪ বল করেই সরে যেতে হয়েছিল তাকে। তবে তা শেষে তিনি ফিরেছেন, বাংলাদেশও হাঁফ ছেড়ে বেঁচেছে তাতে। ফিরে এসে তিনিই মুড়ে দিয়েছেন ভারতের লেজটা।

পেসার আল ফাহাদ পড়াশোনার ময়দানেও বেশ ভালো। এসএসসি ও এইচএসসিতে দারুণ ফল করে এখন পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তার বাবা জাকির হোসেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে কাজ করেন। সেই বাবাই তাকে খেলার দুনিয়ায় নিয়ে আসেন। নিজ হাতে ভর্তি করিয়ে দেন মৌলভীবাজার ক্রিকেট একাডেমিতে। তারপর ধাপে ধাপে তিনি এসে উপস্থিত হয়েছেন যুব বিশ্বকাপের এই মঞ্চে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X