

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নাটকীয় লড়াই শেষে সিলেট টাইটানসকে ৫ রানে পরাজিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রাজশাহী।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে রাজশাহী। জবাবে সিলেটের ইনিংস থামে ৯ উইকেটে ১৪২ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের জুটিতে ম্যাচে ফেরে দলটি। মাঝের ওভারে তারা প্রতিরোধ গড়লেও জুটি ভাঙার পর রান তোলার গতি কমে যায়, ফলে বড় স্কোর গড়া সম্ভব হয়নি।
রাজশাহীর ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিকুর রহিম। অধিনায়ক শান্ত যোগ করেন ৩০ রান। সহায়ক ভূমিকা রাখেন আব্দুল গাফফার সাকলাইন (১৬), সাহিবজাদা ফারহান (১৪) ও জিমি নিশাম (১২)।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট শুরুতে ভালো অবস্থানেই ছিল। তবে শেষের দিকে মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় জয় হাতছাড়া হয়। দলের পক্ষে পারভেজ হোসেন ইমন করেন সর্বোচ্চ ৪১ রান। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩১ রান এবং ইথান ব্রুকস করেন ২৭।
বোলিংয়ে রাজশাহীর হয়ে ম্যাচের পার্থক্য গড়ে দেন রিপন মণ্ডল, যিনি চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। বিনুরা ফার্নান্দো দুই উইকেট শিকার করেন। এছাড়া বাকি উইকেটগুলো ভাগ করে নেন আরও তিন বোলার।
মন্তব্য করুন

