

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ায় আজ কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ দল।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচ জয়ের পরও আয়ারল্যান্ড দল কোনো আনুষ্ঠানিক বিশ্রাম নেয়নি।
শুক্রবার দুপুরে তারা ঐচ্ছিক অনুশীলনে অংশ নেয়, যদিও প্রথম ম্যাচের একাদশে যারা ছিলেন, তারা মাঠে নামেননি। বিপরীতে, হারের পর বাংলাদেশ দল পুরো দিনটাই বিশ্রামেই কাটিয়েছে।
ডাবলিনের ব্যাটিং সহায়ক উইকেটে দ্বিতীয় ম্যাচও হবে রান সমৃদ্ধ। দলের ভেতর থেকে শোনা যাচ্ছে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন দেখাতে পারে বাংলাদেশ। একজন অতিরিক্ত ব্যাটার ও একজন বোলার বদলানোর আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টে।
প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানের ব্যবধানে হারায় স্বাগতিক আয়ারল্যান্ড এগিয়ে আছে ১-০ ব্যবধানে। তাই সিরিজে ফেরার জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই বলা যায়। জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে।
মন্তব্য করুন

