

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল দুনিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আর্জেন্টিনা-ব্রাজিল এখন ক্রিকেটেও মুখোমুখি হয়ে দিচ্ছে নতুন উত্তাপ।
তবে ব্যাট-বলে তুলনামূলকভাবে এগিয়ে আছে আর্জেন্টিনা, আর সেই প্রমাণই মিলল বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে আর্জেন্টিনা।
টস জিতে ব্যাটিং নেওয়া ব্রাজিল ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে মাত্র ১০৯ রান। জবাবে ১৪.৫ ওভারে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
এ ছাড়া দুই দলের মধ্যে এর আগে হওয়া তিনটি আন্তর্জাতিক টি-২০ খেলায়ও জয় ছিল আর্জেন্টিনার দখলে।
২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করে দুই দল। এরপর থেকে আর্জেন্টিনা ২৯ ম্যাচে ১৭টি জয় তুলে নেয়, অন্যদিকে ব্রাজিল ১৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৪টিতে সংখ্যাটাই বলে দিচ্ছে কোন দল কতটা এগিয়ে।
দলের ইনিংসে লড়াইয়ে ছিলেন একমাত্র ওপেনার লুইস মোরাইস। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৫ বলে ৫১ রানের সংগ্রহ এনে দেন তিনি। ওপেনার রেজাউল করিমও করেছিলেন ১৭ রান। বাকিরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত বোলিং করেন লুকাস রসি, ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। অগাস্টিন রিভেরো ১৮ রানে নেন ২ উইকেট।
স্বল্প লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকে আর্জেন্টিনা। অধিনায়ক পেদ্রো বেরনের ব্যাটে আসে দৃষ্টিনন্দন অর্ধশতক-৪২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা। তাকে ভালো সঙ্গ দেন আলেজান্দ্রো ফার্গুসন (২৩) ও অ্যালান কির্সবম (১৭)।
আজ শনিবার (২৯ নভেম্বর) একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই ক্রিকেট পরাশক্তি।
মন্তব্য করুন

