

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে প্রথম পদক জিতেছে বাংলাদেশ।
শনিবার (৮ নভেম্বর) নারী ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মারজিয়া আক্তার ইকরা।
স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা মোট ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তিনি তোলেন ৭২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি। আটজন প্রতিযোগীর মধ্যে এই পারফরম্যান্সে তিনি তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয় করেন।
এই বিভাগে তুরস্কের কানসেল ১৮৮ কেজি ভার তুলে স্বর্ণপদক জেতেন, আর ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি তুলে রৌপ্য অর্জন করেন। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে মাত্র চার কেজি কম তুলে চতুর্থ স্থানে থাকেন।
তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক এসেছিল আরচ্যারিতে। তবে এবার রিয়াদ আসরে আরচ্যারি ও শুটিং দুটি ইভেন্টই নেই। ফলে বাংলাদেশের পদক প্রত্যাশা তুলনামূলক কম ছিল। এই প্রেক্ষাপটে ইকরার ব্রোঞ্জ পদক অনেকটাই চমক হিসেবে এসেছে।
এদিন আরও দুই বাংলাদেশি ভারোত্তোলক অংশ নেন। ৪৮ কেজি বিভাগে বৃষ্টি পঞ্চম স্থান অর্জন করেন, আর ৬০ কেজি বিভাগে আশিকুর রহমান তাজ শেষ করেন ষষ্ঠ স্থানে।
আগামীকাল (রবিবার) মাঠে নামবেন দক্ষিণ এশীয় (এসএ) গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশের প্রত্যাশা, তিনি দলকে আরও একটি পদক এনে দেবেন।
মন্তব্য করুন
