শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর প্রার্থীদের প্রতি শালীনতা বজায় রাখার আহ্বান মীর্জা গালিবের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
ড. মীর্জা গালিব
expand
ড. মীর্জা গালিব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আসন্ন নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রার্থীদের ওপর চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্জা গালিব আশঙ্কা করছেন, এই চাপ কিছু প্রার্থীকে অপ্রত্যাশিত আচরণে ঠেলে দিতে পারে।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি শিক্ষার্থীদের শান্ত ও মার্জিত থাকার পরামর্শ দেন।

ড. গালিবের ভাষায়, “ইতিবাচক প্রচারের পরিবর্তে কেউ কেউ হয়তো প্রতিদ্বন্দ্বীকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করতে পারেন। যখন পরাজয়ের আশঙ্কা তৈরি হয়, তখন অনেকের পক্ষে সৌজন্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।”

একজন শিক্ষার্থী মন্তব্যে জানান, “আমি যদি ভোটার হতাম, তাহলে শেষ মুহূর্তে যারা ভদ্রতা, কোমল ভাষা আর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেন — তাদের প্রতিই আস্থা রাখতাম।”

ড. মীর্জা গালিব

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন