মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দোয়া কুনুত: উচ্চারণ, অর্থ, ফজিলত ও পড়ার নিয়ম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
এটি মূলত এক বিশেষ দোয়া
expand
এটি মূলত এক বিশেষ দোয়া

দোয়া কুনুত কী? ইশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত বিতর নামাজ পড়া যায়। বিতরের শেষ রাকাতে (তৃতীয় রাকাত) রুকুতে যাওয়ার আগে সাধারণত দোয়া কুনুত পড়া হয়। এটি মূলত এক বিশেষ দোয়া, যেখানে বান্দা আল্লাহর সামনে আন্তরিকভাবে নিজের প্রয়োজন, ভয় ও আশা প্রকাশ করে।

কুনুত শব্দের অর্থ— নীরবতা, ইবাদত, কিয়াম বা দাড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। তাই কুনুত হলো নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করার একটি বিশেষ রূপ।

দোয়া কুনুতের বাংলা উচ্চার: আল্লাহুম্মা ইন্না নাসতা’ইনুকা, ওয়া নাসতাগফিরুকা, ওয়া নুমিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া নুছনি আলাইকাল খাইরা, ওয়া নাশকুরুকা, ওয়া লা নাকফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাটরুকু মাইয়্যাফজুরুকা। আল্লাহুম্মা ইইয়্যাকা না’বুদু, ওয়া লাকা নুছাল্লি, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা। ইন্না আজাবাকা বিল-কুফফারি মুলহিক।

দোয়া কুনুতের অর্থ: হে আল্লাহ!আমরা তোমার সাহায্য চাই, তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি। তোমার প্রতি বিশ্বাস রাখি, তোমার ওপর ভরসা করি, এবং সব কল্যাণ তোমারই বলে মানি। আমরা তোমার শুকরিয়া আদায় করি, অকৃতজ্ঞ হই না। আমরা সেইসব মানুষকে ত্যাগ করি যারা তোমার অবাধ্য।

হে আল্লাহ! আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমারই জন্য নামাজ পড়ি, তোমাকেই সিজদা করি। তোমার দিকেই ছুটি, তোমার দিকেই অগ্রসর হই। আমরা তোমার রহমতের আশা রাখি এবং তোমার শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই তোমার শাস্তি কাফেরদের জন্য নির্ধারিত।

দোয়া কুনুত পড়ার নিয়ম

বিতর নামাজে তৃতীয় রাকাতে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়ার পর, রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়তে হয়। ইমাম জামাতে পড়লে জোরে পড়বেন, আর মাকবুমরা (মুসাল্লি) আমিন বলবেন। একা পড়লে নিজে দোয়া কুনুত পাঠ করতে হবে।

দোয়া কুনুতের ফজিলত

রাতের শেষভাগে বান্দার আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহ খুশি হন। এই দোয়ায় আল্লাহর প্রশংসা, সাহায্য প্রার্থনা, ক্ষমা চাওয়া এবং আজাব থেকে মুক্তির আবেদন রয়েছে। এতে আল্লাহর রহমত লাভ ও দুনিয়া-আখেরাতের বিপদ থেকে মুক্তি পাওয়ার আশা করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন