

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণের ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে কেন্দ্রীয় ছাত্রদল প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমরান আহমেদ সজীবকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ছাত্রদল নেতা পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং আরেকজন মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করে।
বিকেল থেকেই ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ক্যাপ পরা ছাত্রদল নতো লাঠি দিয়ে অফিস কক্ষে আসবাবপত্র ভাঙছে এবং অন্যজন তা ধারণ করছে। ভাঙচুর শেষে তারা কক্ষ থেকে বের হয়ে যায়।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রদল কখনোই সমর্থন করে না। ইমরান আহমেদ সজীব সাবেক সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে কোনো পদে নেই। কেন্দ্রের সিদ্ধান্তকে জেলা ছাত্রদল সাধুবাদ জানায়।”
মন্তব্য করুন
