রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসুতে জয়ের পর মধ্যরাতে শিবির নেতাদের শুকরিয়া নামাজ ও কান্না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
বুধবার রাত ১২টার দিকে চূড়ান্ত ফল প্রকাশের পর শিবিরের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায় করেন
expand
বুধবার রাত ১২টার দিকে চূড়ান্ত ফল প্রকাশের পর শিবিরের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায় করেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় জয় পেয়েছেন। মোট ২১টি পদের মধ্যে ১৬টিতে বিজয়ী হয়েছেন তারা। ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পদগুলোতেও শিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন।

জয়ের পর বুধবার রাত ১২টার দিকে চূড়ান্ত ফল প্রকাশের পর শিবিরের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায় করেন। মোনাজাতে অংশগ্রহণকারীদের অনেকের চোখে জল দেখা যায়।

শুকরানা ও মোনাজার নেতৃত্ব দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অন্যান্য কেন্দ্রীয় ও শাখা নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। নামাজ ও মোনাজার সময় তারা বিজয় ও ভবিষ্যৎ কর্মযোজনার জন্য একত্রে দোয়া করেন।

শিবির নেতারা বলেন, দীর্ঘ সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে এই বিজয় ছাত্র সমাজে ইসলামী আদর্শের শক্ত অবস্থান তুলে ধরেছে। তারা ক্যাম্পাসে শৃঙ্খলা, শিক্ষার্থীর কল্যাণ এবং অংশগ্রহণমূলক ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ সময় নেতাকর্মীরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছেন নিজেদের ও অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য। তারা বলেন, গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলোতে, আর উদারতা ও বিনয় হোক ব্যবহার ও আচরণের অলংকার।

এর আগে দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫ পদের মধ্যে ২০টিতে, ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৬ পদের মধ্যে ২৪টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X