শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন: জুলাই শহীদ ও বেগম জিয়াকে বিজয় উৎসর্গ করল শিবির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ এএম
বক্তব্য রাখছেন নতুন ভিপি রিয়াজুল ইসলাম
expand
বক্তব্য রাখছেন নতুন ভিপি রিয়াজুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয়ী হয়ে নিজের সাফল্য জুলাই আন্দোলনের শহীদ, সহযোদ্ধা শিক্ষার্থী এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করেছেন নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। এ সময় তারে পাশে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সদ্যসাবেক সভাপতি জাহিদুর রহমান।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে ভিপি রিয়াজ বলেন, এই অর্জন কোনো ব্যক্তিগত সাফল্য নয়; বরং আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের আত্মত্যাগ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল।

তিনি জানান, শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, ওসমান হাদি, বিশ্বজিত দাসসহ জুলাই আন্দোলনে আহত ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর প্রতি এই বিজয় উৎসর্গ করা হচ্ছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন রিয়াজ। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে।

এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ, র‍্যাব, এপিবিএনসহ বিভিন্ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত ভিপি। পাশাপাশি রোভার স্কাউট ও রেঞ্জারদের ভূমিকাও প্রশংসা করেন তিনি।

ভিপি রিয়াজ আরও বলেন, নির্বাচনে জয়ী হলেও নিজেদের অবস্থান বা পরিচয়ে কোনো পরিবর্তন আসবে না। শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেন তিনি। কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ দিতে সবার সহযোগিতা কামনা করেন।

ক্যাম্পাসে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব সংগঠন ও মতের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে। ‘সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথচলা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আগামীর পথচলার কথা জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X