

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয়ী হয়ে নিজের সাফল্য জুলাই আন্দোলনের শহীদ, সহযোদ্ধা শিক্ষার্থী এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করেছেন নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। এ সময় তারে পাশে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সদ্যসাবেক সভাপতি জাহিদুর রহমান।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে ভিপি রিয়াজ বলেন, এই অর্জন কোনো ব্যক্তিগত সাফল্য নয়; বরং আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের আত্মত্যাগ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল।
তিনি জানান, শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, ওসমান হাদি, বিশ্বজিত দাসসহ জুলাই আন্দোলনে আহত ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর প্রতি এই বিজয় উৎসর্গ করা হচ্ছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন রিয়াজ। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে।
এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ, র্যাব, এপিবিএনসহ বিভিন্ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত ভিপি। পাশাপাশি রোভার স্কাউট ও রেঞ্জারদের ভূমিকাও প্রশংসা করেন তিনি।
ভিপি রিয়াজ আরও বলেন, নির্বাচনে জয়ী হলেও নিজেদের অবস্থান বা পরিচয়ে কোনো পরিবর্তন আসবে না। শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেন তিনি। কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ দিতে সবার সহযোগিতা কামনা করেন।
ক্যাম্পাসে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব সংগঠন ও মতের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে। ‘সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথচলা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আগামীর পথচলার কথা জানান তিনি।
মন্তব্য করুন

