সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বৈষম্যবিরোধী দুই ছাত্রনেতার উপর হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফরিদপুরে বৈষম্যবিরোধী সাবেক দুই ছাত্রনেতাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ এলাকায় হামলার এই ঘটনা ঘটে। আহত ওই দুই ছাত্রনেতা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ওই দুই ছাত্রনেতা হলেন, সোহেল রানা ও আরিয়ান ইসলাম কাইয়ুম। সোহেল রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা কমিটির সদস্য সচিব ছিলেন। আরিয়ান ইসলাম সাবেক ওই কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন।

এলাকাবাসী জানান, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চর কমলাপুর এলাকায় হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের ইমাম মোহাম্মদ হোসাইন সেলিম এর বক্তব্য মাইকে প্রচার করা হচ্ছিল। প্রচারের সময় ঘটনাস্থলে কিছু ব্যক্তি তাদের প্রচারে বাধা দিলে কথা কাটাকাটি হয়।

এ সময় কথাকাটাকাটিতে পেরে না ওঠায় এক পর্যায়ে বাধাদানকারীরা আহত বৈষম্য বিরোধী দুই নেতাকে মোবাইল ফোনে ডেকে ঘটনাস্থলে এনে পুনরায় হেযবুত তাওহীদের সদস্যদের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয় এবং তাদের প্রচারে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে সোহেল রানা ও আরিয়ান ইসলাম আহত হন।

ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র কাজী জেবা তাহসিন বলেন, ওই দুই ছাত্রনেতার উপর হামলা করেছে হেযবুত তাওহীদ। এটি একটি নিষিদ্ধ সংগঠন। তারা মাইক দিয়ে প্রচার করছিলেন। তাদের বাধা দেয় সেহেল ও আরিয়ান। তখন হিজবুত তাওহীদ সদস্যরা তাদের মারপিট করলে দুজন আহত হন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানার একটি দল ঘটনাস্থলে গেছে। তিনি বলেন, ওই দলের সদস্যরা ফিরে এলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X