শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি অনুষ্ঠানে হিজাব অবমাননায় ছাত্রীসংস্থার প্রতিবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ভারতের বিহারে সরকারি অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণ করতে আসা এক মুসলিম নারীর হিজাব টেনে খুলে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

গত সোমবার (১৫ ডিসেম্বর) ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রী নিতিশ কুমার কর্তৃক এই ঘটনা ঘটে।

বুধবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. উম্মে আরওয়া বলেন, ‘একজন নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের প্রতীক হিজাবে এভাবে হাত দেওয়া চরম অসভ্যতা ও ক্ষমতার অপব্যবহার। রাষ্ট্রীয় অনুষ্ঠানে একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

নেত্রীবৃন্দ বলেন, “হিজাব মুসলিম নারীর ব্যক্তিগত ধর্মীয় অধিকার ও সম্মানের অংশ। বিশ্বের যে কোন রাষ্ট্রীয় ক্ষমতাধর ব্যক্তির এ অধিকার লঙ্ঘন করার কোন নৈতিক বা আইনগত অধিকার নেই। এ ঘটনা প্রমাণ করে, ভারতে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।”

বিবৃতিতে আরও বলা হয়, “একজন মুসলিম নারীর হিজাব টেনে খুলে দেওয়া শুধু ব্যক্তিগত অপমান নয়; এটি গোটা মুসলিম নারীর প্রতি অবমাননা এবং সাম্প্রদায়িক মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের আচরণ ভারতের বহুল প্রচারিত ধর্মনিরপেক্ষতার দাবিকে প্রশ্নবিদ্ধ করে।”

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা অবিলম্বে এ ঘটনার জন্য সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতের সংখ্যালঘু মুসলিম নারীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।

পরিশেষে নেত্রীবৃন্দ বলেন, “মুসলিম নারীর হিজাব তার ঈমান, পরিচয় ও মর্যাদার প্রতীক। এর ওপর আঘাত মানে ধর্মীয় সহাবস্থান ও মানবিক মূল্যবোধকে পদদলিত করা। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা বিশ্বজুড়ে ন্যায়বিচার, মানবিকতা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকবে ইন শা আল্লাহ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X