শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা মাহফুজ পদত্যাগ করে এনসিপিতে যোগ দেওয়া উচিত: মির্জা গালিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
ড. মির্জা গালিব ও মাহফুজ আলম
expand
ড. মির্জা গালিব ও মাহফুজ আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব মনে করেন, উপদেষ্টা মাহফুজ আলমের উচিত সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়া।

রবিবার (১৪ সেপ্টেম্বর) তিনি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে এ মত প্রকাশ করেন।

জাকসু নির্বাচনের প্রেক্ষাপটে উপদেষ্টা মাহফুজের জামায়াত বিষয়ক একটি ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উপদেষ্টা হিসেবে মাহফুজের মূল দায়িত্ব হলো সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা।

রাজনৈতিক দলের কার্যক্রম তদারকি তার দায়িত্বের মধ্যে পড়ে না। যদি তিনি এনসিপিকে সমর্থন বা তদারকি করতে চান, তাহলে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করাই উচিত। একই সঙ্গে সরকারে থাকা আর এনসিপিকে দেখাশোনা করা নৈতিকভাবে ঠিক নয়।”

তিনি আরও বলেন, “যেভাবে নাহিদ রাজনীতিতে যোগ দিয়েছেন, তেমনি পদত্যাগ করে এনসিপিতে যাওয়া উচিত। সরকারের দায়িত্বে থাকাকালীন কোনো রাজনৈতিক দলের তদারকি করা অনৈতিক। যদি মাহফুজ তা করেন, তাহলে এক সেকেন্ডের জন্যও সরকারের দায়িত্ব পালন করা উচিত নয়।”

এর আগে তথ্যমন্ত্রী মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, “বাংলাদেশে নতুন কোনো মওদুদপন্থী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। নতুন কোনো দল কিছু যোগ করবে না। বরং বিদ্যমান প্রক্রিয়া পুনর্গঠিত, পুনঃসংজ্ঞায়িত এবং পুনরুদ্ধার করা উচিত।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন