

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার (২২ নভেম্বর) জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে।
মিছিলটি বিকেল সোয়া ৪টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। তারা স্লোগান দেন‘গৃহপালিত বিরোধী দলের বিচার করো’, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘ব্যাংক লুটের বিচার চাই’।
মিছিলে অংশগ্রহণকারীরা আরও স্লোগান দেন ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘লীগ ধর, জেলে ভর’।
এনসিপি ছাড়াও গণমিছিলে অংশ নেন জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন এনসিপি নেতারা।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে আমাদের এই গণমিছিল। আমরা চাই, সরকার এই বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করুক।”
এদিকে মিছিল চলাকালে কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর এবং কাওরান বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়, যা পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
মন্তব্য করুন
