সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে না যাওয়ার ঘোষণা এনসিপি নেত্রী ঝুমার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
মনজিলা সুলতানা ঝুমার পাশে এনসিপির লোগো (ফাইল ছবি)
expand
মনজিলা সুলতানা ঝুমার পাশে এনসিপির লোগো (ফাইল ছবি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও আইনজীবী মনজিলা সুলতানা ঝুমা। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন।

পোস্টে ঝুমা জানান, তিনি তার সিদ্ধান্ত ইতোমধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের আগেই তিনি দলীয় নেতৃত্বকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা মনজিলা সুলতানা ঝুমার খাগড়াছড়ি আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। দলটির প্রাথমিক মনোনয়ন তালিকায় ১২৫টি আসনের মধ্যে খাগড়াছড়ি-২৯৮ আসনে তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে জেলা পর্যায় থেকে মনোনয়ন উত্তোলনও করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে জানান, নির্ধারিত সময়সীমা থাকলেও তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান কিংবা নিকট ভবিষ্যতে তরুণদের হাতেই সংসদের নেতৃত্ব যাবে।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির একাধিক নেত্রী নির্বাচন থেকে সরে দাঁড়ানো কিংবা দলীয় পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এসব ঘটনায় দলটির অভ্যন্তরে মতভেদ ও বিভক্তির ইঙ্গিত স্পষ্ট হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X