বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘পোপ ফেস্ট’ উদযাপন: কূটনৈতিক সংবর্ধনায় মিয়া গোলাম পরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
আর্চবিশপ কেভিন র‌্যান্ডালেকে সংবর্ধনা দিচ্ছেন মিয়া গোলাম
expand
আর্চবিশপ কেভিন র‌্যান্ডালেকে সংবর্ধনা দিচ্ছেন মিয়া গোলাম

ভ্যাটিকানের রাষ্ট্রদূত (Apostolic Nuncio) আর্চবিশপ কেভিন র‌্যান্ডালের আয়োজনে ‘পোপ ফেস্ট’ উপলক্ষে রাজধানীর বারিধারায় এক সংবর্ধনা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন। তিনি জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পোপের উদ্দেশ্যে পাঠানো শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।

বার্তায় উল্লেখ করা হয়,মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি, শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং মানবকল্যাণে একসাথে কাজ করার প্রত্যাশা।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এসময় মিয়া গোলাম পরওয়ার কূটনৈতিক মহলের অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অতিথিরা মনে করেন, এমন উদ্যোগ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X