বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের লোগো নিয়ে যা জানালেন মিয়া গোলাম পরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
expand
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একটি বেসরকারী টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, দল শিগগিরই নতুন লোগো চালু করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে ব্যবহৃত লোগো চূড়ান্ত নয়।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) বাসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সাক্ষাতের সময় নতুন লোগো দেখা যায়। এতে দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত ছিল।

পরওয়ার বলেন, লোগোটি পরীক্ষামূলকভাবে বসানো হয়েছিল এবং এর উপর বিভিন্ন ডিজাইনের এডিটিং চলছিল। নির্বাহী পরিষদ নতুন লোগো চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং ডিজাইনারদের মাধ্যমে কয়েকটি প্রস্তাবিত লোগো তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগির নতুন লোগো চূড়ান্ত করা হবে এবং তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X