শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুতে হেরে বিএনপির আঁতে ঘা লেগেছে: শিবির সেক্রেটারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
রুহুল কবির রিজভী-শিবির সেক্রেটারি
expand
রুহুল কবির রিজভী-শিবির সেক্রেটারি

ডাকসুর কর্মকাণ্ড নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন শিবিরে সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রুহুল কবির রিজভীসহ অন্যান্য রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা রাজনীতিতে যে ধরনের আশা নিয়ে এগোচ্ছেন, যে কোনো নির্বাচন হলেই ক্ষমতায় চলে যাবেন, তা বাস্তবসম্মত নয়। ডাকসু নির্বাচনের ফলে তাদের আঁতে ঘা লেগেছে। তাদের আসলেই অনেক বেশি মনেকষ্ট লেগেছে। এ জায়গা থেকে হয়তো তারা ভুল বকাবকি করছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তারা যে কথা বলছেন, তাদের ছাত্র সংগঠন (ছাত্রদল) বিভিন্ন জায়গায় পানির ফিলটার, শিক্ষার্থীদের কলম, ফাইলসহ বিভিন্ন উপকরণ দিয়েছে। তারা এই চ্যারিটি কাজগুলো করেছে কেন? এখন তো আমার প্রশ্ন করা উচিত-এটা কি কোন ছাত্রসংগঠনের কাজ? যেহেতু তারাই বলেছেন গুলো ছাত্র সংগঠনের কাজ না। আর ছাত্রশিবির যে কাজগুলো করে যেগুলো তাদের নিজস্ব ফান্ডে করেছে।

সাদ্দাম বলেন, বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে প্রাইমারি থেকে হাইয়ার এডুকেশন পর্যন্ত সবার শিক্ষা কাঠামো দেওয়া। ৬ লক্ষ শিক্ষার্থী এ বছর এসএসসিতে ফেল করেছে, এরাও তো এ দেশের নাগরিক। তাদের নিয়ে কে কাজ করেছে? সরকার কি করেছে। এখন তাদের নিয়ে আমরা যদি কাজ করি আর রুহুল কবির এ দেশের যদি বলে, ‘এ কাজ কি তোমার? এটা তো সরকার করবে।’ আসলে সরকার তো করছে না। এগুলোতে তাদের অ্যাপ্রোশিয়েট করা উচিত, গাত্রদাহ হওয়া উচিত না।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন