বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘাতক নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
নূর হোসেনের ভাই নূর ছালাম
expand
নূর হোসেনের ভাই নূর ছালাম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলার প্রধান আসামি ঘাতক নূর হোসেনের ভাই নূর ছালামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার নূর সালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী দু'টি হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে সূত্রে জানা যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাসহ তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলেই নূর ছালামকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম।

গ্রেপ্তারকৃত নূর ছালাম সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিলেন। যার ফলে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবেই চিনেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X