

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় নির্বাচনে প্রতিফলিত প্রজাতন্ত্র (পিআর) পদ্ধতি চালুর দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কর্মসূচির দ্বিতীয় দিনে, ১৯ সেপ্টেম্বর (শুক্রবার), দেশের সাতটি বিভাগীয় শহরে গণবিক্ষোভ করবে দলটি। এতে দলের কেন্দ্রীয় নেতারা সরাসরি নেতৃত্ব দেবেন।
জামায়াতের প্রচার বিভাগ বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বরিশাল মহানগরে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেটে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহীতে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণবিক্ষোভে নেতৃত্ব দেবেন।
জামায়াতে ইসলামী স্থানীয় জনসাধারণকে দাবির সমর্থনে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
জামায়াতের পাঁচ দফা দাবি:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
সরকারের জুলুম, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা।
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
মন্তব্য করুন