শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
জামায়াতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য বৈঠক
expand
জামায়াতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ ইউ-সে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ) বিকালে রাজধানীর একটি হোটেলে এ সৌজন্য বৈঠকে মিলিত হন।

তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ও সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর মি. তাই দায়ে আর্ন।

বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, পিআর পদ্ধতি ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন