শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা ঘেরাওয়ের হুমকি রাশেদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
রাশেদ খাঁন
expand
রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হলে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করা হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ এ সতর্কবার্তা দেন।

তিনি জানান, নুরুল হকের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া মাথা ও মাড়িতেও গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। বিদেশে চিকিৎসার প্রস্তাব থাকলেও নুর দেশে থেকেই চিকিৎসা নিতে চান। তবে বিদেশে না নেওয়ার পেছনে কোনো চাপ আছে কি না—সে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খান।

হামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ স্পষ্ট থাকলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত কমিটি গঠিত হলেও তারা ভুক্তভোগী বা দলের কাছে যোগাযোগ করেনি। এতে আমরা ন্যায়বিচার নিয়ে সন্দিহান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা যমুনা ও সচিবালয় ঘেরাও করব। একই সঙ্গে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন