

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ও অগ্নিকাণ্ড
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে, তবে কার্যালয়ে এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলের পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে তারা আগুন লাগার খবর পান। প্রথমে ফোনে জানানো হয় কার্যালয়ে আগুন লেগেছে, কিছুক্ষণ পর একই ব্যক্তি আবার জানান, আগুন নেভানো হয়ে গেছে। এতে তারা বিভ্রান্ত হয়ে পড়েন।
পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করবে।
সন্ধ্যার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জমায়েত হলে খবর পেয়ে গণ অধিকার পরিষদের কর্মীরা সেখানে যায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্যালয়ের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, সম্প্রতি একই কার্যালয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল। সে সময় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় গণ অধিকার পরিষদের নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন

