শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একটি দল গ্রামে গ্রামে বেহেস্তের টিকেট বিক্রি করছে: এ্যানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 
expand
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

‘একটি দল গ্রামে গ্রামে বেহেস্তের টিকেট বিক্রি করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্ত পাওয়া যাবে। মাথায় টুপি রাখলাম, মুখে দাড়ি রাখলাম, তাহলে নাকি বেহেস্ত পাওয়া যাবে। কিন্তু বেহেস্ত এত সহজ নয়।

তিনি বলেন, যারা এসব কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, কেউ তাদের এসব কথাবার্তা শুনে বিভ্রান্ত হবেন না বলে সাধারণ মানুষকে আহ্বান করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার ( ২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের উঠান বৈঠকে সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কথা বলেন তিনি।

এ্যানি আরও বলেন, ‘বিএনপিই সংবিধানে বিসমিল্লাহি রাহমানির রাহিম সংযোজন করেছে। যদি ঈমান-আকিদা ঠিক থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করি, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদের (সা.) জীবনের আলোকে চলাফিরা করি তাহলে পরকালে আল্লাহ আমাদের বেহেস্ত দিবেন। কোনো দল আপনাকে বেহেস্তে নিতে পারবে না। সুতারং কেউ যদি ঘরে এসে তালিম দেন, যে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, দাড়িঁপাল্লায় ভোট দিতে হবে তাহলে আপনি বেহেস্ত পাবেন-এটা সম্পূর্ণ বেয়াদাদ। এদিকে কেউ মন দিবেন না।’

বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপি হলো গণমানুষের দল। আর জিয়াউর রহমান গ্রামের নেতা হয়ে স্বাধীনতার ঘোষণা দেন। এদেশের প্রেসিডেন্ট হন। তিনিই খাল খনন শুরু করেন। তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কিন্তু হাসিনা ও পাশের দেশের ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন। এরপর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ওপর যেভাবে নির্মম নির্যাতন হয়েছে। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। কারাগারেও তার ওপর অমানষিক নির্যাতন হয়েছে। কিন্তু তিনি আপনাদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যাননি। আপনারা তার জন্য দোয়া করেছেন। চোখের পানি ফেলেছেন। খালেদা জিয়ার মনোবল ও সাহস নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। অথচ খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘তারেক রহমানের ওপর এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি বিদেশ থেকে দেশে আসবেন। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে তারেক জিয়া অংশ নেবেন। তিনিই এদেশের নেতৃত্বে দেবেন। এদেশের প্রধানমন্ত্রী হবেন। কারণ তারেক রহমানের বাবা ছিলেন এই দেশের প্রেসিডেন্ট, তার মা ছিলেন এদেশের প্রধানমন্ত্রী। তাহলে তিনিই হবেন এদেশের প্রধানমন্ত্রী। তাই সবাই সতর্ক ও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন