

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই।
সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দলীয়ভাবে ৭ দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি এই শোক কর্মসূচির কথা নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত দিন দলীয় ও অঙ্গসংগঠনের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।
একইসঙ্গে দলের সকল নেতাকর্মীকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয় ও গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন

