

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গুলশানের বাসা থেকে রওনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে লাল সবুজ রঙের বাসটিতে চড়ে রওনা দেন তিনি।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর তার এই মাজার জিয়ারতকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এলাকায়। এছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে এদিন সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানা স্লোগান দিতে দেখা যায়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাজার জিয়ারত শেষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।
মন্তব্য করুন

