রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘নতুন ইসলাম’ বানাতে চায় জামায়াত: বিএনপি নেতা মির্জা আব্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, জামায়াতে ইসলামী নিজেদের মতো করে ‘নতুন ইসলাম’ বানাতে চায়।

‘মওদুদীবাদী’ এই দলটি এখন ‘জান্নাতের টিকিট’ নিয়ে মাঠে নেমেছে এবং ধর্মকে বিকৃত করে ভোট চাইছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরে শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও উঠান বৈঠকে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটা দল আছে যারা মওদুদীবাদী। এখন তারা মাঠে নেমেছে জান্নাতের টিকিট নিয়ে। ওদের ভোট না দিলে নাকি জাহান্নামে যেতে হবে। তারা বলে তারা নির্বাচনে হেরে গেলে নাকি কোরআন হেরে যাবে।’

তিনি আরও বলেন, ‘ওরা শুধু পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য দিনকে কায়েম করার কথা লোগো থেকে সরিয়ে ফেলেছে। এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে।’

মির্জা আব্বাস জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘তারা ধর্মের ব্যবসায়ী, নিজেদের মতো করে নতুন ইসলাম বানাতে চায়।

অন্য ধর্মকে উচ্চ আসনে বসিয়ে নিজ ধর্মকে খাটো করে ভোট চাইতে পারব না।’

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আনুষ্ঠানিক দোয়া না, সবাই নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন।’

আসন্ন নির্বাচন ও এলাকা উন্নয়ন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমি নির্বাচিত হলে তরুণদের পরামর্শ নিয়ে উন্নয়ন কাজ করব। আমরা আমাদের এলাকাকে সুন্দর করে গড়ে তুলব।’

চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যাপারে অনেকে বিএনপিকে দোষারোপ করে।

বিএনপি কখনোই চাঁদাবাজ আর সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। কোনো অভিযোগ থাকলে আমাকে জানালে আমি ব্যবস্থা নেব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X