শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ এলে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে: জি এম কাদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের
expand
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

দীর্ঘ নীরবতার পর নির্বাচন ও রাজনীতির বিষয়ে মত দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি মনে করেন, আওয়ামী লীগসহ সব দল ভোটে অংশ নিলে নির্বাচন বেশি গ্রহণযোগ্য হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জি এম কাদের বলেন, আওয়ামী লীগের ভোটাররাও দেশের নাগরিক। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়নি। তারা চাইলে জাতীয় পার্টিকে ভোট দিতেই পারেন।

আবার বিএনপি যদি সুবিধা ও নিশ্চয়তা দিতে পারে, তবে তাদের দিকেও ভোট যেতে পারে। তবে জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন তিনি।

তার দাবি, বহুদলীয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে জনগণ ভালোভাবে নেবে না। সবাইকে নিয়ে ভোট আয়োজন না করলে তা দেশের জন্য শুভ হবে না। তিনি আরও অভিযোগ করেন, বিএনপিকে চাপে ফেলে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে, যা দেশের জন্য ক্ষতিকর।

জি এম কাদের বলেন, আগামী ভোট অন্তর্বর্তী নয়, নতুন সরকারের অধীনেই হওয়া উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, সাম্প্রতিক ভাঙনের পরও জাতীয় পার্টি আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন