

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর চাটখিল কামিল মাদরাসায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। নবগঠিত কমিটিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই নেতা নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, তার অজান্তেই নামটি তালিকায় যুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শেখ ফরিদ নামের ওই শিবির নেতা নিজের ফেসবুক পেজে কমিটির ছবি শেয়ার করে লেখেন, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। ফরিদ বর্তমানে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী এবং চাটখিল উত্তর থানা শিবিরের অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দাবি করেন, ২০২০ সালে মাদরাসায় পড়াশোনা শেষ করার পর থেকে তার সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।
ফরিদের ভাষ্য, তার তথ্য একজন বন্ধু হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু ছাত্রদলীয় কোনো পদে থাকার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়নি। তিনি স্পষ্ট করেন, তিনি শিবিরের সক্রিয় কর্মী এবং ছাত্রদলীয় কমিটির অংশ হওয়ার প্রশ্নই ওঠে না।
চাটখিল কামিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদ হোসেন বলেন, ফরিদ শিবিরের সঙ্গে যুক্ত-এটা তাদের জানা ছিল না। তিনি কেবল যোগাযোগের তথ্য দিয়েছিলেন। অন্যদিকে ফরিদের দাবি, তার শিবির সংশ্লিষ্টতার তথ্য লুকানো হয়নি।
এ ঘটনায় জেলা উত্তর শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ছাত্রদল জনভিত্তিক রাজনীতি না করে এখন ‘যাকে-তাকে’ কমিটিতে অন্তর্ভুক্ত করছে।
অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ জানান, প্রতিটি কমিটি যাচাই-বাছাই করে গঠিত হয়। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশে একদিনে ৭০টি নতুন কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে চাটখিল কামিল মাদরাসা শাখার কমিটিও প্রকাশিত হয়।
মন্তব্য করুন
