সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে বেকারত্ব কমিয়ে আনা হবে: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব কমিয়ে আনা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ভাসানটেকের বিআরপি মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে

সমাবেশ শুরুর অনেক আগেই মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। ধানের শীষ প্রতীক হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ভাসানটেক এলাকা।

এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’প্রতীকে ভোট চাচ্ছেন।

গতকাল নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেশের ৭টি জেলায় সমাবেশ শেষে বৃহস্পতিবার দিবাগত ভোররাতে রাজধানীর গুলশান এ্যাভিনিউয়ের বাসায় ফিরেন তারেক রহমান।

গতকাল দুপুর পৌণে ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রচারণা শুরু করেন।

এরপর পর্যায়ক্রমে বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জনসভায় বক্তব্য দেন তিনি।

সফর অব্যাহত রেখে রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশ শেষে ভোর ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X