

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাম্প্রতিক মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সারাদিন ধরে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। তবে তার জেরা শেষ না হওয়ায় নাহিদ ইসলামের সাক্ষ্য আজ নেওয়া সম্ভব হয়নি।
বর্তমানে হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন মাহমুদুর রহমানকে জেরা করছেন। জেরা শেষে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে।
এখন পর্যন্ত ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনের শুনানিতে ছয়জন সাক্ষ্য দিয়েছেন। ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং ৪ সেপ্টেম্বর তার জেরা শেষ হয়।
গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞকে কেন্দ্র করে এ মামলা গঠিত হয়। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা আদালতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ট্রাইব্যুনাল গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আরও এক জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। প্রসিকিউশনের আনা অভিযোগের দলিলপত্র প্রায় ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে প্রমাণাদি, শহীদ তালিকা ও বিভিন্ন সাক্ষ্য সংযুক্ত আছে।
মন্তব্য করুন

