

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী রাকিব মাদবরকে (২৫)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের চোখের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
রাকিব শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুরনো বিরোধের জের
স্থানীয় সূত্র জানায়, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের পরিবারের সঙ্গে রাকিবদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বছরের ৬ মে সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সেই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন রাকিব, যিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরেছিলেন।
হামলার ঘটনা
রবিবার রাতে বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪–৫ জন অস্ত্রধারী যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।
পুলিশের বক্তব্য
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইবনে সামাদ হত্যার প্রতিশোধ হিসেবেই এই ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই প্রতিপক্ষরা রাকিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।
মন্তব্য করুন
