বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সংসার সামলাতে পারলাম না, তাই দুনিয়া ছাড়িলাম’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
জিয়াউর রহমান
expand
জিয়াউর রহমান

পাবনার ভাঙ্গুরায় ট্রেনের নিচে কাটা পড়ে জিয়াউর রহমান নামে এক টেইলার্স ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আটঘরিয়া উপজেলার মাঝপাড়া রেললাইনের ৯ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

জিয়াউর রহমান ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সেঞ্চুরি টেইলার্সের মালিক ছিলেন।

দোকানে রেখে যাওয়া চিরকুট

পরিবার ও স্থানীয়দের ভাষ্য—সেদিন স্বাভাবিকভাবেই সকালে দোকান খোলেন তিনি। দুপুরে তার ছোট ছেলে ইজাজ খাবার নিয়ে দোকানে গেলে তাকে সেখানে পান না। খোঁজাখুঁজির মধ্যেই দোকানের টেবিলে ভাঁজ করে রাখা একটি কাগজ চোখে পড়ে। সেটি ছিল তার লেখা চিরকুট। সেখানে লেখা ছিল—

“দোকান–সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করিলাম। কেউ দায়ী নয়।”

নিচে তার নাম ও ১৯/১১/২০২৫ তারিখ লেখা ছিল।

চিরকুট পাওয়ার পর পরিবার উদ্বেগে ছুটোছুটি শুরু করে। এলাকায় খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

একজন ঘনিষ্ঠ সহকর্মী জানান, জিয়াউর রহমান কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। কাজে দেরি হওয়া নিয়ে তার ছোট ছেলের সঙ্গে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো, এমনকি মারধরের অভিযোগও করেন ওই সহকর্মী। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করছেন অনেকে।

নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে মাঝপাড়া রেলসেতুর পাশে ট্রেনের নিচে কাটা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। কেউ একজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে পরিবার ও পুলিশ এসে পরিচয় নিশ্চিত করে।

ভাঙ্গুরা থানার ওসি জানান, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবার সাধারণ ডায়েরি করেছিল।

ঘটনাটি রেলপথ-সংক্রান্ত হওয়ায় লাশ সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। রেলওয়ে থানার ওসিও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন