শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষে ‘কুমিল্লা বিভাগ’ ও ‘লালন’: নোয়াখালীতে আগ্রহ নেই 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
বাংলা উইকিপিডিয়া-ফাইল ছবি
expand
বাংলা উইকিপিডিয়া-ফাইল ছবি

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সর্বাধিক বার পড়া পাতার তালিকা প্রকাশ পেয়েছে। এতে সবচেয়ে বেশি দেখা হয়েছে ‘কুমিল্লা বিভাগ’ বিষয়ক পাতা—যা পড়া হয়েছে প্রায় ৯২ হাজার ৭৬০ বার। তবে আলোচিত নোয়াখালী বিভাগ চাই বিষয়ে পাঠক আগ্রহ হারিয়েছে।

পাঠকের আগ্রহের দিক থেকে পরের অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ’ (২৮ হাজার ১২৪ বার) এবং ‘বাংলাদেশের বিভাগসমূহ’ (২৬ হাজার ১২ বার)।

চতুর্থ স্থানে আছে ধর্মীয় উৎসব ‘কোজাগরী লক্ষ্মীপূজা’, যেটি দেখা হয়েছে ২৫ হাজার ২১ বার।

জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে সাবেক পর্ন তারকা মিয়া খলিফা, যার পাতা দেখা হয়েছে ২৪ হাজার ১৯২ বার।

ষষ্ঠ স্থানে রয়েছে ‘জুলাই সনদ’ (২৩ হাজার ৮৫০ বার)। সপ্তম স্থানে ধর্মীয় বাক্য ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’, অষ্টমে ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’, নবমে বাউল গুরু লালন, আর দশম স্থানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

গত সেপ্টেম্বরেও বাংলা উইকিপিডিয়ার পাঠকরা আগ্রহ দেখিয়েছিলেন সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে।

সে সময় তালিকার শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫—যা পড়া হয়েছিল প্রায় ৯৯ হাজার বার।

একই মাসে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি বিষয়ও শীর্ষ ২০-এ জায়গা পেয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X