

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণ ও উদ্ধার কাজ করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া চিকিৎসাধীন আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।
নিহত ফায়ার ফাইটারের নাম নুরুল হুদা, তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। ৩৮ বছর বয়সী ফায়ার ফাইটার নুরুল হুদা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন ১৮ বছর ধরে।
গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণ ও উদ্ধার কাজ করতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে শরীরের শতভাগ পুড়ে যায় ফায়ার ফাইটার নুরুল হুদার। একই ঘটনায় আহত হয়ে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেন।
এ নিয়ে এ ঘটনায় দু'জন ফায়ার ফাইটারের মৃত্যু হলো। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহতরা হলেন- ফায়ার সার্ভিসের কর্মকর্তা জান্নাতুল নাঈম এবং ফায়ার ফাইটার মো. জয় হাসান।
আহতদের চিকিৎসা সেবা প্রদানে ২৩ সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক ঢাকায় এসেছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
