

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সন্ধ্যার নীরবতা ভেঙে শুধু কান্নার শব্দ। আকাশে মিশে যাচ্ছে প্রিয় সহকর্মীকে হারানোর শোক, চারদিকে ভারী হয়ে আছে বাতাস।
ফায়ার ফাইটার শামীম আহমেদের মরদেহ তখনও সদর দপ্তরের প্রাঙ্গণে পৌঁছেনি, কিন্তু প্রিয় মানুষকে হারানোর বেদনা ইতিমধ্যেই সবার মনে গভীর দাগ কেটে গেছে।
সদর দপ্তরের মূল ভবনের নিচতলার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আহাজারি করছেন একজন মধ্যবয়সী নারী। চোখের কোণে অবিরাম ঝরছে অশ্রু। তিনি শামীমের স্ত্রী মোছা: মনিরা আক্তার।
এসময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে কাঁপা কণ্ঠে যেন বুকভাঙা যন্ত্রণা উজাড় করে দিয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, 'আমার স্বামী তিনজন সন্তান উপহার দিয়ে গিয়েছেন। তাদের নিয়েই আমি বাঁচবো।'
ফায়ার ফাইটার শামীম আহমেদ এর আগেও কয়েকবার আহত হয়েছিলেন জানিয়ে তার স্ত্রী বলেন, উনি দেশ ও দশের কথা ভাবতেন। আপনারা দোয়া করবেন। এসময় ছেলে-মেয়েদের লেখাপড়া যেন ভালোভাবে শেষ করতে পারে সেই দোয়াও চান তিনি।
দীর্ঘ ২১ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত শামীম আহমেদ ছিলেন এক অকুতোভয় সৈনিক। আগুন নেভানো আর মানুষ বাঁচানোর কাজই ছিল তার জীবনের মিশন। গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সহকর্মীদের সঙ্গে ছুটে গিয়েছিলেন তিনি। ঝুঁকিপূর্ণ উদ্ধার কাজের মাঝেই ঘটে আকস্মিক বিস্ফোরণ। আগুনে দগ্ধ হন শামীমসহ আরও কয়েকজন ফায়ার ফাইটার। দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে একদিন জীবন-মৃত্যুর লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাহসী যোদ্ধা।
মঙ্গলবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান এই নীরব নায়ককে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন, সহকর্মীদের চোখেও ছিল অশ্রু।
দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া ফায়ার ফাইটার শামীম আহমেদ আজ নেই। কিন্তু তিনটি ছোট্ট সন্তান আর স্ত্রীর হৃদয়ে তিনি চিরদিন বেঁচে থাকবেন একজন নিঃস্বার্থ রক্ষাকর্তা, এক অকুতোভয় নায়ক হিসেবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
