শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিহত ফায়ার ফাইটার শামীমের জানাজা সম্পন্ন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
expand
নিহত ফায়ার ফাইটার শামীমের জানাজা সম্পন্ন

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনে নির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) শতভাগ দগ্ধ হওয়ার পর একদিন জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)দুপুরে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফায়ার সার্ভিসের এই সৈনিক।

এদিন, সন্ধ্যার পর যথাযথ সম্মান প্রদর্শন করে রাজধানীর ফুলবাড়িয়ায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাজার নামাজে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানাজায় অংশগ্রহণ করে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের বড়ভাই বলেন, দেশ ও দশের জন্য সারাজীবন কাজ করে গেছেন শামীম। এসময় সকলের কাছে দোয়া চান তিনি।

জানাজার নামাজের পর বিশেষ দোয়া শেষে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সকল সহযোগিতা পাবে ক্ষতিগ্রস্তরা।

পরে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় দাফন জন্য নিয়ে যাওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন