

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন। বিষয়টি আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
হাইকোর্টের আদেশ ও আবেদন
গতকাল সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। এর ফলে ৯ সেপ্টেম্বরের ভোট কার্যত আটকে যায়।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে আদালত অস্থায়ীভাবে আদেশ স্থগিত করে নির্বাচন আয়োজনের বাধা সরিয়ে দেন। আজ সেই আবেদনের ওপর আবার শুনানি হয় এবং স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে অংশ নেন।
রিটের পেছনের ঘটনা
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ নামে একজন প্রার্থী মনোনয়ন পান। তার বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে অপর এক প্রার্থী রিট করেন।
রিটের শুনানি নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলে, ফরহাদের প্রার্থিতা কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। একইসঙ্গে রিটকারীকে অভিযোগসহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে। ট্রাইব্যুনাল বিষয়টি তদন্ত করে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেবে।
নির্বাচন নিয়ে সর্বশেষ চিত্র
নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী সংগঠনসহ মোট প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে। ডাকসুর ২৮টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্য পদে সর্বাধিক ২১৭ প্রার্থী লড়ছেন। ১৮টি হলে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
মন্তব্য করুন

